কল্যাণ ডেস্ক
সুনামগঞ্জের জগন্নাথপুরে উপজেলার মিরপুর ইউনিয়নে এক কিশোরীকে (১৪) ধর্ষণচেষ্টার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুই যুবক হলেন- বিশ্বনাথ উপজেলার বাইশঘর গ্রামের মারুফ আহমদ (১৮) ও জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের পইলবাগ গ্রামের শফির উদ্দিন (১৯)।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই কিশোরীকে স্থানীয় মিরপুর বাজারের বারকাত হোটেলের শ্রমিক মারুফ আহমদ বেশ কিছুদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। একপর্যায়ে বৃহস্পতিবার রাত ১১টার দিকে ওই কিশোরীকে অভিযুক্তরা ধর্ষণের চেষ্টা চালান। এ সময় ওই কিশোরীর চিৎকারে পরিবারের সদস্যরা এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যান। পরে ওই রাতেই তাদের আটক করা হয়।
জগন্নাথপুর থানার ওসি মিজানুর রহমান বলেন, এ ঘটনায় শুক্রবার কিশোরীর বাবা বাদী হয়ে মামলা করেছেন। সেই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: সেনা কর্মকর্তা-ডিবি পরিচয়ে প্রতারণা, র্যাবের জালে গ্রেপ্তার
১ Comment
Pingback: যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘনায় দুই নারী নিহত