কল্যাণ ডেস্ক: কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শেষে কেন্দ্র থেকে ফল আসতে শুরু করেছে।
বুধবার দিনভর ভোটগ্রহণ শেষে জেলা শিল্পকলা একাডেমিতে স্থাপিত ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে কেন্দ্রভিত্তিক ফল ঘোষণা চলছে।
সন্ধ্যা ৭টা পর্যন্ত ২২টি কেন্দ্রের ফল ঘোষণা হয়। তাতে ৪৭৮ ভোটে এগিয়ে ছিলেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আরফানুল হক রিফাত।
২২ কেন্দ্রে নৌকার প্রার্থী রিফাত পেয়েছেন ৯ হাজার ৩৯৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনিরুল হক সাক্কু টেবিল ঘড়ি প্রতীকে পেয়েছেন ৮ হাজার ৯১৮ ভোট।
তৃতীয় স্থানে থাকা নিজাম উদ্দিন কায়সার ঘোড়া প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৯৪০ ভোট।
ফল ঘোষণা শুরুর আগে রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী বলেন, বৃষ্টির কারণে প্রিজাইডিং অফিসারের আসতে সময় লাগছে। এ কারণে ফল জানাতে কিছুটা দেরি হচ্ছে।
কুমিল্লা সিটি করপোরেশনের এই নির্বাচনে মোট কেন্দ্র সংখ্যা ১০৫টি, ভোটার ২ লাখ ২৯ হাজার ৯২০ জন।
বিদায়ী মেয়র সাক্কু বিএনপি থেকে বহিষ্কৃত হয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তার মতোই দল থেকে বহিষ্কৃত হয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে ভোটের লড়াইয়ে নামেন কায়সার।
আওয়ামী লীগ নেতা রিফাত দলীয় প্রতীক নৌকা নিয়েই প্রার্থী হন।