নিজস্ব প্রতিবেদক
যশোরে সড়ক দুর্ঘটনায় দুইজন আহত হয়েছেন। তারা হলেন সদরের সতীঘাটা গ্রামের তাইমুন ইসলাম (২৩) ও চৌঘাটা গ্রামের গোলাম রসুল (২২)। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে সদরের কুয়াদা বাজারে। বর্তমানে তারা যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।
আহতের স্বজনরা জানান, মোটরসাইকেল যোগে কুয়াদা থেকে রামপুর যাওয়ার পথে দ্রুতগতির একটি সিএনজি তাদেরকে আঘাত করে। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর পড়ে যায়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোর্তজা মোর্শেদ বলেন, তাদের দুইজনের অবস্থা গুরুতর। তাদের প্রচুর রক্তক্ষণ হয়েছে।
