চৌগাছা প্রতিনিধি :
যশোরের চৌগাছায় কুলের আঁটি গলায় আটকে সানিম হোসেন নামের দেড় বছরে বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সানিম উপজেলার সিংহঝুলি ইউনিয়নের মসিউর নগর গ্রামের জিহাদ আলীর ছেলে। বুধবার সকালে তাদের বাড়িতে এ ঘটনা ঘটে।
সানিমের বাবা জিহাদ আলী জানান, সানিম খেলার সময় বাড়িতে পড়ে থাকা কুলের আঁটি মুখে দেয়। এ সময় কুলের আটি শ্বাসনালীতে আটকে গিয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। গুরুতর অসুস্থ অবস্থায় সানিমকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা লুৎফুন্নাহার লাকি বলেন, হাসপাতালে নেয়ার আগেই শ্বাস বন্ধ হয়ে শিশুটির মৃত্যু হয়।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।