কুষ্টিয়া প্রতিনিধি
ভালো ফলন ও মরিচের দাম ভালো পাওয়ায় কুষ্টিয়ার মরিচ চাষিদের মুখে হাসি ফুটছে। এবছর বৈরী আবহাওয়ার পরও কাঁচা মরিচের বাম্পার ফলন হয়েছে। এবার মরিচ চাষে উৎপাদন খরচ বাদ দিয়ে কয়েকগুণ লাভের মুখ দেখছেন তারা।
কৃষি বিভাগ সূত্রে জানা যায়, কুষ্টিয়ায় চলতি মৌসুমে ৩ হাজার ৭৫২ হেক্টর জমিতে মরিচের চাষ হয়েছে। এরমধ্যে জেলার কৃষিপ্রধান দৌলতপুর উপজেলায় চাষ হয়েছে ৩ হাজার ১৩২ হেক্টর জমিতে।
প্রতিবিঘা জমিতে মচির চাষে তাদের খরচ হয়েছে ১০ থেকে ১৫ হাজার টাকা। বর্তমান বাজার দর ১৪০-১৮০ টাকা কেজি হওয়ায় চাষিরা লাভবান হচ্ছে। কৃষকরা বলছেন কাঁচা মরিচের কেজি ১০০ টাকা দরে নেমে আসলে তাতেও চাষিদের উৎপাদন খরচের কয়েকগুণ লাভ হবে বলে জানিয়েছেন তারা।
জেলার দৌলতপুর উপজেলার দৌলতপুর ইউনিয়নের চুয়ামল্লিকপাড়া এলাকার কাঞ্চননগর গ্রামের সফল মরিচ চাষি রানা আলী জানান, এ বছর মরিচ চাষে লাভবান হয়েছেন তিনি। বর্তমানে ১৫০ টাকা কেজি দরে পাইকার বাজারে মরিচ বিক্রয় হচ্ছে। কয়েকদিন আগে যা ২০০ টাকা কেজি দরেও বিক্রয় হয়েছে। তাই লাভের অঙ্কটা এ বছর উৎপাদন খরচের বেশ কয়েকগুণ হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
দৌলতপুর কৃষি কর্মকর্তা মো. নুরুল ইসলাম জানান, দৌলতপুরে মৌসুমের শুরুতে তাপমাত্রা বেশি থাকলেও বর্তমানে মরিচ চাষের উপযোগী সময় বিরাজ করছে। মরিচের উৎপাদন বৃদ্ধিতে চাষিদের প্রয়োজনীয় প্রণোদনা প্রদান এবং প্রযুক্তির ব্যবহার ও পরামর্শ দেওয়া হচ্ছে। ফলে চাষিরা মরিচ চাষে লাভবান হচ্ছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক সুফী মো: রফিকুজ্জামান জানান, কুষ্টিয়ায় চলতি মৌসুমে ৩ হাজার ৭৫২ হেক্টর জমিতে মরিচের চাষ হয়েছে। এরমধ্যে জেলার কৃষিপ্রধান দৌলতপুর উপজেলায় চাষ হয়েছে ৩ হাজার ১৩২ হেক্টর জমিতে। এবারে বৃষ্টি হওয়ায় মরিচের দাম বেশি পেয়েছেন কৃষকরা।

 
									 
					