কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া থেকে ফরিদপুর ও খুলনা রুটে ধর্মঘট প্রত্যাহারের পর বাস চলাচল শুরু হয়েছে। সোমবার (১০ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের সঙ্গে ঝিনাইদহ ও কুষ্টিয়া জেলার পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয়া হয়। কুষ্টিয়া জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের সভাপতি আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
শ্রমিকদের মারধর ও বাসের ট্রিপ বাড়ানোকে কেন্দ্র করে বৃহস্পতিবার (৬ এপ্রিল) সন্ধ্যায় বাস চলাচল বন্ধের ঘোষণা দেন। শুক্রবার সকাল থেকে কুষ্টিয়া-ফরিদপুর ও কুষ্টিয়া-খুলনা রুটে সরাসরি বাস চলাচল বন্ধ থাকে। এতে ঝিনাইদহ, যশোর ও খুলনাগামী যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
আরও পড়ুন:বিদেশ থেকে স্বামীর পাঠানো টাকা ও স্বর্ণালংকার নিয়ে গৃহবধূ অজানায়
পরিবহন নেতারা বলছেন, ঝিনাইদহ মোটর শ্রমিক নেতারা বাসের নতুন ট্রিপ চাইছেন। এটা নিয়েই মনোমালিন্য সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে মালিকরা ঝিনাইদহের কালীগঞ্জে বৈঠক করেন। এ সময় সেখানে বাসের স্টাফদের মারধর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এমন অবস্থায় কুষ্টিয়ার পরিবহন সংশ্লিষ্ট পাঁচটি সংগঠনের শীর্ষ নেতারা গত বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের কার্যালয়ে বৈঠক করে বাস চলাচল বন্ধের ঘোষণা দেন।
এ পরিস্থিতিতে শনিবার (৮ এপ্রিল) বাস মালিক-শ্রমিকদের জেলা প্রশাসকের সঙ্গে বৈঠক হয়। তবে সেখান থেকে কোনো সমাধান হয়নি। তাই সোমবার আবারও বাস মালিক ও শ্রমিক নেতাদের নিয়ে বৈঠকে বসেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম। এ সময় সেখানে কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলমসহ কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলার পরিবহন শ্রমিক নেতা ও বাস মালিকরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:যশোর করোনারি কেয়ারে অন্ধকারে বসে রোগী সেবা
১ Comment
Pingback: কুষ্টিয়ায় চালু হচ্ছে ভারতীয় ভিসা সেন্টার