কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চিলমারী বাজারে রাস্তা নির্মাণ নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় ফরুক মণ্ডল নামে আরো একজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে রাজধানীর শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে গত ৩০ এপ্রিল ফারুকের বাবা দিনু মণ্ডল ও তার আত্মীয় আক্তার মণ্ডল মারা যান। এদিকে, ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন সাইদুল মণ্ডল নামে দগ্ধ আরো একজন। তার অবস্থাও আশঙ্কাজনক।
দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান বলেন, হামলা-অগ্নিসংযোগের ঘটনায় এ পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার পর্যন্ত মোট ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে এলাকায় প্রায় দুই শতাধিক পুলিশ মোতায়েন রয়েছে।
প্রসঙ্গত, গত ২৭ এপ্রিল বিকেলে চিলমারী নতুন বাজারে শিকদার খা পরিবারের লোকজন লাঠিসোটা, রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে মণ্ডল বংশের লোকজনের ওপর হামলা করেন। এ সময় ভয়ে অনেকে ঘরে আশ্রয় নেন। হামলাকারীরা লুকিয়ে থাকা ব্যক্তিদের ঘরে তালাবদ্ধ করে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় ৫ জন দগ্ধসহ প্রায় ২৫ জন আহত হন।
অগ্নিদগ্ধ ৫ জনের মধ্যে গুরুতর অবস্থায় দিনু মণ্ডল, আক্তার মণ্ডল, ফরুক মণ্ডল ও সাইদুল মণ্ডল নামে চারজনকে রাজধানীর শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করা হয়। এরমধ্যে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনজন মারা যান।
আরও পড়ুন:ঘুচবে অক্সিজেনের হাহাকার
