নিজস্ব প্রতিবেদক
কুষ্টিয়া সদর উপজেলার জগতি হাটপাড়ার শিশুকন্যা ধর্ষণ মামলার আসামি মুহাম্মদ বিন ইয়ামিন (২২) যশোরে গ্রেপ্তার হয়েছেন। গত বুধবার রাতে যশোর শহরের পালবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করেন র্যাব সদস্যরা। মুহাম্মদ বিন ইয়ামিন পালবাড়ি এলাকার আবুল হাসানের ছেলে।
র্যাব-৬ যশোর ক্যাম্প সূত্র জানায়, মুহাম্মদ বিন ইয়ামিন জগতি হাটপাড়ার পাশের বাড়াদী মাদ্রাসাতুস সুন্না মাদ্রাসার ছাত্র ছিলেন। তার পরিচিত হাসান আলী নামে এক যুবক জগতি হাটপাড়া জামে মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব পালন করতেন। ওই মসজিদের মক্তবে পড়াশোনা করতো ধর্ষণের শিকার ৮ বছরের শিশুটি। গত বছরের ৫ জুলাই দুপুরে শিশুটিকে নিজ বাড়ি থেকে চকলেটের প্রলোভন দেখিয়ে নিয়ে যান মুহাম্মদ বিন ইয়ামিন ও হাসান আলী। পরে হাসান আলীর ঘরে নিয়ে শিশুটিকে ধর্ষণ করেন মুহাম্মদ বিন ইয়ামিন। এ সময় শিশুটির মুখ চেপে ধরলে সে অচেতন হয়ে পড়ে। পরবর্তীতে তারা পালিয়ে গেলে খোঁজ পেয়ে সেখান থেকে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্বজনেরা। এ ঘটনায় শিশুটির পিতা কুষ্টিয়া মডেল থানায় মামলা করলে আসামি হাসান আলীকে গ্রেপ্তার করে আইন-শৃঙ্খলা বাহিনী। কিন্তু মূল আসামি মুহাম্মদ বিন ইয়ামিন এতোদিন ধরে পলাতক ছিলেন।