নিজস্ব প্রতিবেদন
কুষ্টিয়া ও সাতক্ষীরায় পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এর মধ্যে কুষ্টিয়ায় কাভার্ডভ্যানের চাপায় দুই পুলিশ কর্মকর্তা এবং সাতক্ষীরায় নসিমন ও মোটরসাইকেলের সংঘর্ষে এক মা ও তার ছেলে প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন।
কুষ্টিয়ায় কাভার্ডভ্যানের চাপায় দুই পুলিশ কর্মকর্তা নিহত
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় দ্রুতগামী কাভার্ডভ্যানের চাপায় দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে ভেড়ামারা উপজেলার লালনশাহ সেতু পার হয়ে কুষ্টিয়া–ঈশ্বরদী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—পাবনা জেলা পুলিশের গোয়েন্দা শাখায় কর্মরত পুলিশ পরিদর্শক মোজাহারুল ইসলাম (৪৫) ও সহকারী উপপরিদর্শক (এএসআই) কয়েস উদ্দিন (৪০)। মোজাহারুল ইসলাম রংপুর জেলার পীরগাছা থানার ইটাকুমারী গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে এবং কয়েস উদ্দিন রাজশাহীর তানোর থানার চান্দুরিয়া রাতৈল এলাকার কাসিম উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে তারা মোটরসাইকেলযোগে পাবনা থেকে কুষ্টিয়া শহরের দিকে যাচ্ছিলেন। লালনশাহ সেতু পার হওয়ার পর পেছন দিক থেকে একটি কাভার্ডভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। তবে দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি পালিয়ে যায়।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহেদুর রহমান বলেন, কাভার্ডভ্যানের চাপায় ঘটনাস্থলেই দুই পুলিশ সদস্য নিহত হন। মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক যানবাহন শনাক্তে পুলিশ কাজ করছে।
সাতক্ষীরায় নসিমন–মোটরসাইকেল সংঘর্ষে মা-ছেলে নিহত
সাতক্ষীরা-খুলনা মহাসড়কে নসিমন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মা ও তার ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে তালা উপজেলার ভৈরবনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—দেবহাটা উপজেলার শাখরা কোমরপুর গ্রামের আব্দুস সালামের স্ত্রী শারমিন খাতুন (৩০) ও তার ছেলে মোস্তাকিন (১২)।
প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবাহী একটি নসিমন একটি ট্রলিকে সাইড দিতে গিয়ে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষে জড়ায়। এতে ঘটনাস্থলেই মা ও ছেলে মারা যান এবং নসিমনের যাত্রীসহ পাঁচজন আহত হন।
স্থানীয়রা জানান, শারমিন খাতুন তার ছেলের বার্ষিক পরীক্ষা শেষে তালা উপজেলার খলিলনগর গ্রাম থেকে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে সাতক্ষীরায় যাচ্ছিলেন।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল কবীর দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। দুর্ঘটনার পর কিছু সময় যান চলাচল বন্ধ থাকলেও পরে তা স্বাভাবিক করা হয়। নিহতদের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
