আব্দুল্লাহ সোহান, মণিরামপুর (যশোর): পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেছেন, কৃষকলীগের নেতৃত্বে জামায়াত-বিএনপির সকল ষড়যন্ত্র প্রতিহত করা হবে। এ জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। শুক্রবার সন্ধ্যায় শ্যামকুড় ইউনিয়ন কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
চিনাটোলা প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে স্থানীয় ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক ওয়াহিদ মোরাদ সাগরের সভাপতিত্বে তিনি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ কৃষকলীগ। প্রতিষ্ঠালগ্ন থেকে কৃষকলীগের নেতাকর্মীরা দেশের কৃষক সমাজের পাশে থেকেছে। কৃষক-শ্রমিক ও অসহায় মানুষের অধিকার আদায়ে সারা জীবন কৃষকলীগ অগ্রণী ভূমিকা পালন করেছে। উপজেলা শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর হোসেনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি কাজী মাহমুদুল হাসান, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক এ্যাড. মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক শেখ আসাদুজ্জামান, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আবুল ইসলাম, আওয়ামীলীগ নেতা এ্যাড. বশির আহম্মেদ খান, উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগের আহবায়ক উত্তম চক্রবর্তী বাচ্চু, শ্যামকুড় ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক অজিত ঘোষ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহিনুর রহমান, সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, কৃষকলীগের সভাপতি সুকৃতি বিশ্বাস প্রমুখ।