কল্যাণ ডেস্ক
মেহেরপুরের গাংনী উপজেলার ধলা গ্রামের এনামুল হক নইলু হত্যা মামলায় উপজেলার কৃষকলীগের সভাপতি আতিয়ার রহমানসহ ৮ জনের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে ২০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
আজ মঙ্গলবার দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ শহীদ উল্লাহ এই রায় ঘোষণা করেন।
কারাদণ্ড পাওয়া আসামিরা হলেন ছামিদুল ইসলাম, শাহার আলী, টিপু সুলতান, আব্দুল খালেক, আক্তারুজ্জামান আক্তার, আব্দুল মান্নান ও জিল্লুর রহমান।
জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটার পল্লব ভট্টাচার্য জানান, ২০১৭ সালের ৩০ জুলাই গাংনী উপজেলার ধলা গ্রামে এনামুল হক নইলু নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়।
এই ঘটনায় নিহতের ভাই ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আজমাইল হোসেন টুটুল বাদি হয়ে গাংনী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বিচারক ঘটনার তদন্ত এবং সাক্ষীর জবানবন্দি শেষে অভিযোগ প্রমানিত হওয়ায় আসামিদের বিরদ্ধে এই রায় ঘোষণা করেন।
মামলায় রাষ্ট্রপক্ষে জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌশুলি আইনজীবী পল্লব ভট্টাচার্য ও আসামীপক্ষের আইনজীবী একেএম শফিকুল আলম দায়িত্ব পালন করেন। মামলায় ১৫ জন সাক্ষী গ্রহণ করে বিচারক এ রায় দেন।
মামলায় তদন্তকারী কর্মকর্তা হিসেবে প্রথমে গাংনী থানার উপপরিদর্শক (এসআই) মাহাতাব উদ্দিন এবং পরে পুলিশের গোয়েন্দা বিভাগের (সিআইডি) উপপরির্দশক হাসান ইমাম দায়িত্ব পালন করেন।
আরও পড়ুন: মেহেরপুরে ছেলের হাতে বাবা খুন
১ Comment
Pingback: মেহেরপুরে সেচপাম্পের বেল্টের আঘাতে যুবকের মৃত্যু