নিজস্ব প্রতিবেদক : যশোরের অভয়নগরের ফুলেরগাতি গ্রামের কৃষক প্রকাশ চন্দ্র মল্লিক হত্যা মামলায় আটক সঞ্জিত রায়ের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
আজ বৃহস্পতিবার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাহাদী হাসান রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দিয়েছেন। সঞ্জিত রায় অভয়নগরের ফুলেরগাতি গ্রামের মৃত বৈদ্যনাথ রায়ের ছেলে।
মামলার অভিযোগে জানা গেছে, অভয়নগরের ফুলেরগাতি গ্রামের প্রকাশ চন্দ্র মল্লিক কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করতেন। ২০২১ সালের ১৯ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে বাড়ি থেকে খাওয়া-দাওয়া করে বের হন প্রকাশ মল্লিক। রাতে বাড়ি না ফেরায় বিভিন্নস্থানে খোঁজাখুজি করে উদ্ধারে ব্যর্থ হয় স্বজনেরা। ২১ নভেম্বর বেলা সাড়ে ১১টার দিকে লোক মাধ্যমে সংবাদ পেয়ে মুিণরামপুরের বিলকপালিয়া গ্রামের ওদুদ শেখের মাছের ঘেরের পাশ থেকে প্রকাশের লাশ উদ্ধার করে পুলিশ।
এ ব্যাপারে নিহত প্রকাশের ভাই অসিত মল্লিক বাদী হয়ে অপরিচিত ব্যক্তিদের আসামি করে মণিরামপুর থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা নেহালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আতিকুজ্জামান ১২ জানুয়ারি হত্যার সাথে জড়িত সন্দেহে সঞ্জিত রায়কে আটক করেন। পরদিন আসামির ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করেন তদন্তকারী কর্মকর্তা। বৃহস্পতিবার আসামির রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচার ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।