নিজস্ব প্রতিবেদক
যশোরের গাওঘরা গ্রামের কৃষক হুমায়ুনকে হত্যা চেষ্টার অভিযোগে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান এসএম আফজাল হোসেনসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। গতকাল বুধবার গাওঘরা গ্রামের মুক্তার আলীর ছেলে ভুক্তভোগী হুমায়ুন কবির বাদী হয়ে এই মামলাটি করেছেন। বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া মামলাটি তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশকে আদেশ দিয়েছেন।
অপর আসামিরা হলেন, গাওঘরা গ্রামের লিয়াকত আলী সরদার, তার তিন ছেলে শাহ আলম, বদর সরদার ও ওবায়দুল ইসলাম।
মামলার বিবরণে জানা গেছে, বিগত সরকারের আমলে আসামিরা বেপরোয়া জীবনযাপন করেছে। তাদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায়নি। আসামিদের সাথে হুমায়ুন কবিরের পরিবারের সাথে জমি নিয়ে বিরোধ চলছিল। গত ৮ ফেব্রুয়ারি হুমায়ুন কবির বাড়ির পশে সবজি ক্ষেতে কাজ করছিল। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আসামিরা তার উপর হামলা চালিয়ে মারপিট করে গুরুতর জখম করে। হুমায়ুনের চিৎকারে লোকজন এগিয়ে আসলে আসামিরা খুন-জখমের হুমকি দিয়ে চলে যায়। গুরুতর আহত হুমায়ুন কবিরকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে স্বজনেরা। হুমায়ুন কিছুটা সুস্থ হয়ে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসায় ব্যর্থ হয়ে তিনি আদালতে এই মামলাটি করেছেন।