কৃষ্ণনগর (কালিগঞ্জ, সাতক্ষীরা) প্রতিনিধি
কালিগঞ্জ কৃষ্ণনগরে রহমতপুর গ্রামে আফজাল হোসেনের বাড়িতে আজিমুশ্বান ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৪ ডিসেম্বর শুক্রবার বাদ মাগরিব হতে মধ্যে রাত পর্যন্ত আফজাল হোসেনের বাড়িতে তার দাদা ও দাদীর মাগফেরাতের জন্য মিলাদ শরীফ ও আজিমুশ্বান ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কাদেরিয়া তৈয়েবিয়া আলিয়া মাদ্রাসার আরবি প্রভাষক ও জামেয়া কাদেরিয়া তাহেরিয়া আলিয়া মাদ্রাসার সদস্য সচিব আল্লামা মুফতি নাজমুস সাহাদাত ফয়েজী।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল আজিজ আল কাদেরী, মাওলানা আরবি বিল্লাহ আল কাদেরী। এছাড়া উপস্থিত ছিলেন সাবেক মেম্বর হাবিবুল্লাহ বাহার, আশরাফ হোসেন প্রমুখ।