জামাল উদ্দিন, কৃষ্ণনগর, (কালিগঞ্জ সাতক্ষীরা) প্রতিনিধি: কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির সাথে সংলাপ অনুষ্ঠিত হয়। ১০ ফেব্রুরায়ি বৃহস্পতিবার সকাল ১০ কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়।
আশ্বাস, মানব পাচার প্রতিরোধ থেকে উদ্ধার প্রাপ্ত নারী ও পুরুষদের জন্য সুইজারল্যান্ডের অর্থায়নে উইনক ইন্টারন্যাশনাল পরিচালিত আশ্বাস প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি সংস্থা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষ্ণনগর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান সাফিয়া পারভীন। বিশেষ অতিথি ছিলেন ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্যা রাশেদা খলিল, ৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্যা সাজিদা পারভীন, ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্যা নাদিরা পারভীন। এছাড়া ইউপি সদস্য হোসাইন, ইউসুফ হোসেন, সাইফুর রহমান, জাবেদ আলী, নুর হোসেন, জামাল ফারুক, রুহুল কুদ্দুস, আঃ গফ্ফার উপস্থিত ছিলেন।