কল্যাণ ডেস্ক
ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি নিজামুল হক মিয়া (৭৬) মারা গেছেন।
বৃহস্পতিবার সকাল ৬টার দিকে তাকে অসুস্থ অবস্থায় কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কারারক্ষী মো. সোলাইমান জানান, বৃহস্পতিবার ভোরের দিকে কারাগারে অসুস্থ হয়ে পড়েন নিজামুল হক। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢাকা মেডিকেল নেয়া হলে হাসপাতালের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, নিজামুল হক মিয়া কারাগারে হাজতি হিসেবে বন্দি ছিলেন। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী থানার সাধুহাটি গ্রামে।
মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
আরও পড়ুন: ওসির ১৮ কোটি টাকার সম্পদে ফাঁসলেন স্ত্রী-শাশুড়ি