নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম মেম্বর কাজী জাফর উল্লাহ্, যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক এবং সদস্য পারভিন জামান কল্পনার সাথে সৌজন্য সাক্ষাত করেছেন যশোর জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। সোমবার বিকেলে যশোর সার্কিট হাউজে এবং বিমানবন্দরের ভিআইপি লাউঞ্চে এই সাক্ষত অনুষ্টিত হয়।
জেলা আওয়ামীলীগের সভাপতিবীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলনের নেতৃত্বে এই সাক্ষাতের সময় জেলা আওয়ামী লীগের সহসভাপতি মেহেদী হাসান মিন্টু, অন্যতম নেতা ফারুক আহমেদ কচি, শেখ আতিকুর রহমান বাবু, আলহাজ্জ্ব ফিরোজ খান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথসহ দলীয় নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন। মেহেরপুরের আ¤্রকাননে মুজিব নগর দিবসের কর্মসূচিতে অংশ গ্রহণ শেষে দলের নেতৃবৃন্দ ঢাকায় ফেরার সময় যশোরে যাত্রাবিরোতি করলে জেলার নেতাদের সাথে তাৎক্ষণিকভাবে এই সাক্ষাত অনুষ্টিত হয়। এসময় জেলা নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতাদের ফুলেল শুভেচ্ছা জানান।
