নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা শ্রমিক লীগে অনুষ্ঠিত হয়ে যাওয়া বিভক্ত সম্মেলনকে ঘিরে সংবাদ সম্মেলন করেছে জেলা শ্রমিক লীগের একাংশ। রোববার বিকেলে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নাছির উদ্দিন। তিনি পাল্টা সম্মেলন থেকে জেলা শ্রমিক লীগ থেকে জবেদ আলী ও তাকে আজীবন বহিষ্কার করার প্রতিবাদ জানান। একইসাথে কেন্দ্রীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ কে এম আযম খসরুর বিরুদ্ধে গঠনতন্ত্র লঙ্ঘন করার অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নাছির উদ্দিন বলেন, শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক গত ১৩ জুলাই যশোর জেলা শ্রমিক লীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করে যে পত্র দিয়েছেন তা পাইনি। এ বিষয়ে গত ১০ জুলাই প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনের মাধ্যমে অবহিত করা হয় এবং ১১ জুলাই কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সম্পাদকদ্বয়কে লিখিতভাবে জানিয়েছি। তিনি দাবি করেন, ১৩ জুলাই যশোর পৌর কমিউনিটি সেন্টারে যশোর জেলা শ্রমিক লীগ এর ত্রি-বার্ষিক সম্মেলন সংবিধানের গঠনতন্ত্র অনুযায়ী অনুষ্ঠিত হয়েছে।
নাছির উদ্দিন সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক যশোর শ্রমিক লীগের জবেদ আলী ও নাছির উদ্দিনকে সংগঠন থেকে আজীবন বহিষ্কার করার যে ঘোষণা দিয়েছেন তাতে গঠনতন্ত্রের ১৮(খ) ধারা লঙ্ঘন করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তার পদের অপব্যবহার করেছেন বলে অভিযোগ করেন তিনি।
এরআগে জবেদ আলী ও নাছির উদ্দিনের নেতৃত্বে নেতাকর্মীরা শহরের বঙ্গবন্ধু মুর্যালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন। বোরবার শহরের গরীবশাহ সড়কে বঙ্গবন্ধু মুর্যালে তারা এই শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
অন্যদিকে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ঘোষিত যশোর জেলা সভাপতি আজিজুল আলম মিন্টু ও সাধারণ সম্পাদক সৈয়দ লিটন নেতৃবৃন্দকে সঙ্গে করে বঙ্গবন্ধু মুর্যালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন।