নিজস্ব প্রতিবেদক
যশোরে কৃষকের ধান কেটে দিলেন যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার সকালে সদর উপজেলার চাউলিয়া গ্রামের কৃষক রিপন হোসেনের এক বিঘা জমির ধান কেটে দেন তারা। ধান কাটা কর্মসূচিতে নেতৃত্বে দেন যশোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আরিফুল ইসলাম রিয়াদ। এতে অংশ নেন জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমন হোসেন, সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক লিমন শেখ, যশোর সরকারি সিটি কলেজে ছাত্রলীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন রিমন, যুগ্ম সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ, বাংলাদেশ পরিবহন সড়ক সংস্থা সমিতি ২২৭ এর প্রচার সম্পাদক মিজানুর রহমান মিজু, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক লাক্কু বিশ্বাস, যুবলীগ নেতা সালাউদ্দিন প্রমুখ।