নিজস্ব প্রতিবেদক
ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) যশোর জেলা শাখার ভুয়া কমিটি প্রকাশ করে কতিপয় চিকিৎসক সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোপাগান্ডা ছড়াছেন। ড্যাব নামধারী সুবিধাবাদি চিকিৎসকদের এ ধরণের কার্যক্রম বন্ধ করে মূল ধারার সাংগঠনিক কার্যক্রমে যোগ দেওয়ার দাবিতে জানিয়েছেন ড্যাব নেতৃবৃন্দ।
প্রেস ক্লাব যশোরে রোববার সংবাদ সম্মেলনের মাধ্যমে সংগঠনের কেন্দ্রীয় সহ সাংগাঠনিক সম্পাদক ডাক্তার আব্দুল্লাহ আল মামুন ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক ডাক্তার শহিদুল ইসলাম রাহাত এ দাবি জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে তারা জানিয়েছেন, সুবিধাবাদি ড্যাব নামধারী কতিপয় চিকিৎসকের নেতৃত্ব কেন্দ্র থেকে জেলা কমিটি গঠন করেছে মর্মে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। যা ঐতিহবাহী ড্যাব সংগঠনের সুনাম নষ্ট হচ্ছে। বিগত সরকারের দীর্ঘ ১৬ বছরে চাকরিরত অবস্থায় যারা স্বাচিপ কিংবা অন্যদের সাথে মিউচুয়াল (লেজুড়বৃত্তি) করেছেন তারা মূলত নানারকম ঝামেলা সৃষ্টি করছেন। সকলের অগোচরে নিজেরা মনগড়া কমিটি গঠন করে অনলাইনে দিয়ে প্রচার করছেন এবং অভিনন্দন জানাচ্ছেন। কেন্দ্রীয় কমিটি থেকে এ ধরনের কোন কমিটি যশোরে এখনও হয়নি। মূল ধারার ড্যাব নেতৃবৃন্দের দাবি ২০১৯ সালের জেলা ড্যাবের কমিটি বিলুপ্ত হয়ে যায়। এরপর থেকে বর্তমান পর্যন্ত কোন কমিটি গঠন হয়নি। তাই ভুয়া এই কমিটির প্রচার করায় সংগঠনের কার্যক্রম প্রশ্নের মুখে ফেলে দিয়েছে।
নেতৃবৃন্দ আরও বলেন, এ ধরনের কার্যক্রম মেনে নেয়া হবে না। যে সকল নেতৃবৃন্দ বিগত সরকারের আমলে নেতৃত্ব দিয়েছেন এবং নানান ভাবে নির্যাতনের শিকার হয়েছেন তাদেরকে মূল্যায়ন করতে হবে। ডাক্তার ফারুক এহেতেশাম পরাগসহ মূলধারার যে সকল চিকিৎসক নেতৃবৃন্দ আছেন তারা ড্যাবের কমিটিতে নেতৃত্ব দিবেন। তাই ভুয়া কমিটি করে অনলাইনে পোস্ট না দেওয়ার জন্য আহ্বান জানান। একই সাথে ওই ভুয়া কমিটি বাতিল করে চিকিৎসকদের সংগঠনের মূল ধারায় আসার জন্য সম্মেলনের মাধ্যমে নেতৃবৃন্দ আহ্বান জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ডাক্তার ওবাইদুল কাদির উজ্জল, ডাক্তার ফারুক এহতেশাম পরাগ, ডাক্তার রবিউল আলম, ডাক্তার ওহিদুজ্জামান আজাদ, ডাক্তার শাহাবুদ্দীন, ডাক্তার সাইদুর রহমান, ডাক্তার আবু হায়দার মোহাম্মাদ মনিরুজ্জামান প্রমুখ।