ঢাকা অফিস
ঢাকার কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে রতন মিয়া (৭০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে নিলে আসা কারারক্ষী লুৎফর রহমান বলেন, সকালের দিকে রতন মিয়া অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুপুর সাড়ে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
আরও পড়ুন: ৭ম শ্রেণির গণ্ডি না পেরোনো আপন আজ দুবাইয়ের ‘আরাভ খান’
