নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যশোর-৬ সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদার বলেছেন, কেশবপুরবাসীর সাথে অতীতেও ছিলাম, এখনও আছি, আগামীতেও থাববো।
কেশবপুর আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করে সকল অপশক্তিকে মোকাবেলা করা হবে। মনে রাখতে হবে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে কোন অপশক্তি সামনে দাঁড়াতে পারে না। গতকাল সন্ধ্যায় কেশবপুর উপজেলা আওয়ামী লীগের এক বিশেষ বর্ধিত সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। নির্বাচনের এক মাসের মাথায় কেশবপুর উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফার সঞ্চালনায় শহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন।
প্রধান অতিথি শহিদুল ইসলাম মিলন বলেন, বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ আসনে আওয়ামী লীগের যে সকল নেতাকর্মী নৌকার বিরুদ্ধে নির্বাচন করেছেন, তারা বঙ্গবন্ধু ও তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বিশ্বাস ঘাতকতা করেছেন। আগামীতে সকল নির্বাচনে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তাহলে আমাদের বিজয় নিশ্চিত হবে।
বর্ধিত সভায় আরো বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র রফিকুল ইসলাম, সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান আব্দুস সামাদ মাস্টার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাগরদাঁড়ী ইউপি চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, ত্রিমোহিনী ইউপি চেয়ারম্যান এস এম আনিসুর রহমান আনিস, বিদ্যানন্দকাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, পাঁজিয়া ইউপি চেয়ারম্যান জসিম উদ্দীন, সুফলাকাটি ইউপি চেয়ারম্যান এস এম মুনজুর রহমান, গৌরীঘোনা ইউপি চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান হাবিব, হাসানপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুজ্জামান, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক রমেশ দত্ত, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আবু সাঈদ লাভলু, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী আজাহারুল ইসলাম মানিক, পাঁজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আহাদ আল বাহার, মঙ্গলকোট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান মাসুদ, পৌর আওয়ামী লীগের সদস্য আব্দুল গফুর ও স্বেচ্ছাসেবক লীগেনেতা আব্দুর রাজ্জাক। বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষ থেকে আরো বক্তব্য রাখেন আবুল কাশেম, নিমাই চন্দ্র দাস, বিবেকান্দ মন্ডল, আফজাল হোসেন, মনিরুজ্জামান প্রমুখ।