কেশবপুর (যশোর) প্রতিনিধি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) সংসদীয় আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনয়ন পেতে উপজেলাব্যাপী ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার হুসাইন মোহাম্মদ ইসলাম।
প্রধানমন্ত্রীর নেতৃত্বে কেশবপুরে ব্যাপক উন্নয়ন হয়েছে। কিন্তু তার কোনো প্রচারণা নেই। দলীয় নেতা-কর্মীদের মাঝে না পাওয়ার হতাশা। জামায়াত বিএনপি থেকে আসা নব্য আওয়ামী নেতারা কেশবপুর আওয়ামী লীগে ভর করেছে। এদের দ্বারা আওয়ামী লীগ নেতা কর্মীরা নির্যাতিত হচ্ছে। তাদের দ্বারা প্রভাবিত হয়ে শিক্ষা প্রতিষ্ঠানে জামায়াত বিএনপিকে বসানো হচ্ছে। যে কারণে দল আজ দ্বিধা বিভক্ত। এর থেকে পরিত্রাণ পেতে কেশবপুরের সন্তানকেই মনোনয়ন দিতে হবে। তিনি শনিবার সন্ধ্যায় সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত সভায় বক্তৃতাকালে এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার আব্দুল সামাদ, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মনি, সহসভাপতি আনোয়ার আলী সরদার, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ বাবু, আজিজুর রহমান বিশ্বাস প্রমুখ।