কেশবপুর প্রতিনিধি
যশোরের কেশবপুর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মোস্তফা বাবুকে পুলিশ আটক করেছে।
কেশবপুর থানার ওসি তদন্ত জহিরুল ইসলাম জানান, শনিবার সকালে সাতবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা বাবুকে আটক করা হয়েছে। চেয়ারম্যানের বিরুদ্ধে একাধিক নাশকতার মামলা রয়েছে। এ ছাড়াও তার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। শনিবার বিকেলে তাকে আদালতের সোপর্দ করা হয়।