কেশবপুর প্রতিনিধি
কেশবপুরের বগা গ্রামে জনবসতি এলাকায় অবস্থিত অবৈধ বিএসবি ব্রিকসের ট্রলি চাপা পড়ে ওই ভাটার এক শ্রমিকের করুণ মৃত্যু হয়েছে। গত ২ মার্চ বিকেলে উপজেলার হাসানপুর ইউনিয়নের বগা গ্রামের বিএসবি ব্রিকসের নিয়মিত শ্রমিক আব্দুল ওহাব মনু (৬০) সড়কের পাশে ইট ভাটার একটি ট্রলি মেরামত করার সময় একই ভাটায় মাটি বহনকারী আব্দুল হাকিমের ট্রলি তাকে চাপা দিলে তিনি গুরুতরভাবে আহত হন। তাৎক্ষণিক এলাকাবাসী তাকে সাতক্ষীরা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
বিএসবি ব্রীকসের মালিক আব্দুল হালিম বলেন, আব্দুল ওহাব ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন মনু তার ইট ভাটার একজন দীর্ঘদিনের নিয়মিত শ্রমিক।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ মফিজুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন:যশোরে ছুরিকাঘাতে যুবক জখম