কেশবপুর পৌর প্রতিনিধি
কেশবপুরে আছমা নামে এক নারীর কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী। এলাকাবাসী তার হাত থেকে পরিত্রাণ পেতে উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছে। লিখিত অভিযোগে এলাকার বিভিন্ন শ্রেণি পেশার ৮২ জন মানুষ স্বাক্ষর করেছেন।
অভিযোগে উল্লেখ রয়েছে, কেশবপুর পৌরসভার ব্রহ্মকাটি গ্রামের আছমা বেগম বিভিন্ন যুবককে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের নাটক করে আসছে দীর্ঘদিন থেকে। তার প্রতারণার ফাঁদে পড়ে উপজেলার কোমরপোল গ্রামের শফিকুল ইসলাম, পৌর শহরের বালিয়াডাঙ্গা গ্রামের মুছাসহ একাধিক যুবক সর্বস্বান্ত হয়ে আজ পথে পথে ঘুরে বেড়াচ্ছে। প্রতিবাদ করলেই ওই নারী এলাকাবাসীকে হুমকি-ধামকি দেয়াসহ মামলায় ফাঁসানোর হুমকি দেয়। এছাড়া গত ঈদুল ফিতরের পরের দিন তার কর্মকা-ে ক্ষুব্ধ হয়েছেন এলাকাবাসী। তার হাত থেকে পরিত্রাণ পেতে তাকে অবিলম্বে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আনসার আলীসহ ৮২ জন স্বাক্ষরিত একটি অভিযোগ গত ২৬ এপ্রিল উপজেলা নির্বাহী অফিসার বরাবর দাখিল করেছেন। এছাড়া ডিআইজি, এসপি, সার্কেল এসপিসহ সংশ্লিষ্ট থানায় একই অভিযোগের অনুলিপি দেয়া হয়েছে।
এ ব্যাপারে আছমা বেগম সাংবাদিকদের জানান, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য না। একটি মহল এলাকা ছাড়া করতে আমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র শুরু করেছে।