কেশবপুর প্রতিনিধি
যশোর-৬ কেশবপুরের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেছেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির যে কোন ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করতে আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে। বিএনপি আন্দোলনের নামে দেশে আগুন সন্ত্রাস শুরু করেছিল। সাধারণ মানুষকে আগুনে পুড়িয়ে মেরেছে। মানুষ তা ভুলে যায়নি। নতুন করে বিএনপি দেশের আগুন সন্ত্রাস চালানোর পাঁয়তারা করছে ।
রোববার বিকেলে উপজেলার মজিদপুর, বিদ্যানন্দকাটি, হাসানপুর, সাগরদাড়ি, ত্রিমোহিনী ও সাতবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন হাট বাজার এবং মোড়ে মোড়ে জনগণের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে এমপি শাহীন চাকলাদার এসব কথা বলেন। ঈদ শুভেচ্ছা বিনিময়কালে দলের নেতা কর্মী ও জনগণের পারিবারিক খোঁজ খবরও নেন তিনি। এ সময় তার সাথে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম রুহুল আমিন, পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নূরুল ইসলাম, সহ দপ্তর সম্পাদক মনোজ তরফদার, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জিয়াউল হাসান হ্যাপী, সদস্য মশিয়ার রহমান সাগর, রেজাউল ইসলাম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা আকতার প্রমুখ।