কেশবপুর প্রতিনিধি
কেশবপুর পৌর শহরে বেশি দামে পাকাকলা বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
খুচরা ব্যবসায়ীরা রমজান মাসের শুরুতে সিন্ডিকেট করে বেশি দামে কলা বিক্রি করে অধিক মুনাফা হাতিয়ে নিচ্ছে এমন খবরে বুধবার কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাজার মনিটরিং কমিটির অন্যান্য সদস্য কেশবপুর পৌর শহরে পাকাকলার বাজারে অভিযান পরিচালনা করেন। এ সময়ে শহরের মাইকেল মধুসূদন সড়কে আলতাপোলের পাকাকলা ব্যবসায়ী আবু সাইদকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।