সংবাদ বিজ্ঞপ্তি
জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের কেশবপুর থানার কর্মিসভায় নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে আশুতোষ বিশ্বাসকে সভাপতি, এনামুল হককে সাধারণ সম্পাদক ও সুনীল দাসকে সাংগঠনিক সম্পাদক করে সর্বসম্মতিক্রমে ১৩ সদস্য বিশিষ্ট কেশবপুর থানা কমিটি গঠন করা হয়। একই সাথে আগামী ২০ অক্টোবর শুক্রবার ৬ষ্ঠ জেলা সম্মেলন ও ১৭ নভেম্বর শুক্রবার ৮ম জাতীয় সম্মেলন সফল করতে সর্বস্তরের নেতা-কর্মি-দরদি-সমর্থকদের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়। শুক্রবার বিকেলে পাঁজিয়া বাজারে ইমারত নির্মাণ শ্রমিকদের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের থানা সভাপতি আশুতোষ বিশ্বাসের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অভয়নগর থানার সভাপতি প্রভাষক মনিরুল ইসলাম বাবু, অভয়নগর থানার সহ-সাধারণ সম্পাদক এমআর টিটু, কেশবপুর থানার অন্যতম নেতা এনামুল হক, সুনীল দাস প্রমুখ।
কর্মিসভায় নেতৃবৃন্দ বলেন, সরকার যখন উন্নয়নের গালভরা বুলি আওড়াচ্ছে তখন সাম্রাজ্যবাদ ও তার দালালদের বেপরোয়া লুটপাটের ফলে চাল, ডাল, তেল, লবণ, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের বছরব্যাপী অগ্নিমূল্যে সংখ্যাগরিষ্ঠ মানুষের জীবন বিপর্যস্ত। বাংলাদেশে সম্প্রতি সাম্রাজ্যবাদী দেশগুলো তথা একক পরাশক্তি মার্কিন সাম্রাজ্যবাদের নেতৃত্বে ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা এবং প্রতিপক্ষ চীন-রাশিয়া জোটের তৎপরতা, প্রতিদ্বন্দ্বিতা তীব্রতর হয়ে সামনে আসে। মার্কিনের নেতৃত্বে পাশ্চাত্যের সাম্রাজ্যবাদীরা বাংলাদেশ গণতন্ত্র, মানবাধিকার রক্ষার কথা বলে নিষেধাজ্ঞার ধারাবাহিকতায় ভিসানীতির কৌশলে অগ্রসর হচ্ছে। অন্যদিকে চীন-রাশিয়া তাদের এই তৎপরতাকে বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ ‘নব্যউপনিবেশবাদ’ বলে সরকারকে সমর্থন করার কৌশলে অগ্রসর হচ্ছে।
এসব প্রতিনিধি দল ধারাবাহিকভাবে ঢাকা সফল করে রাষ্ট্র, সরকার ও প্রশাসনের সাথে, প্রতিক্রিয়াশীল রাজনৈতিক দলসমূহ ও বিভিন্ন শক্তির সাথে ব্যাপক আলোচনা চালিয়ে যাচ্ছে। এ প্রেক্ষাপটকে সামনে রেখে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার স্থল সংযোগ সেতু এবং প্রশান্ত ও ভারত মহাসাগর সংযোগকারী মালাক্কা প্রণালি সংলগ্ন বঙ্গোপসাগরীয় দেশ হিসেবে নয়াঔপনিবেশিক আধা-সামন্তবাদী বাংলাদেশ ভূ-রাজনৈতিক ও রণনীতিগত গুরুত্বপূর্ণ হওয়ায় উভয় সাম্রাজ্যবাদী জোটের প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা তীব্রতর হয়ে চলছে।
