কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরে গণিত অলিম্পিয়াড কৌশল ব্যবহার করে ৬ দিনব্যাপী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে গণিত বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। রোববার সকালে উপজেলা রিসোর্স সেন্টারের উদ্যোগে এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে গণিত বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন। অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল জব্বার, সহকারী শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান, আনিসুর রহমান, প্রভাত কুমার রায়, প্রবীর সরকার , উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ স¤পাদক নাজমুল হুদা বাবু প্রমুখ।