কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুরে বসতঘরের মেঝেতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে নুসরাত জাহান ফাহিমা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে পৌরসভার ৮ নং ওয়ার্ডের ব্রহ্মকাটি গ্রামে ঘটনাটি ঘটেছে। নিহত শিশু ওই গ্রামের শহিদুল ইসলাম গাজীর মেয়ে।
থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শিশুটি মায়ের সাথে ঘরের মেঝেতে ঘুমন্ত অবস্থায় সে সময় তাকে সাপে কাটে। মাঝ রাতে ঘরের বাইরে থেকে এসে মেয়ের সাড়াশব্দ না পেয়ে লাইট জ্বালিয়ে দেখেন শিশুটির মুখের ডান পাশে সাপের কামড়ের ক্ষত এবং মুখ দিয়ে লালা বের হওয়াসহ শরীর নীল হয়ে গেছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মফিজুর রহমান বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুু মামলা হয়েছে।