কেশবপুর (যশোর) প্রতিনিধি
কেশবপুরে কিশোর গ্যাংয়ের সদস্য মাদকাসক্ত যুবক বখতিয়ার খালিদ অন্তু পারিবারিক কলহে পিতা, সৎ মা ও সৎ ভাইকে নির্মমভাবে পিটিয়ে মারাত্মক আহত করেছেন। আহতদের কেশবপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার মাদকাসক্ত পুত্রের বিরুদ্ধে কেশবপুর থানায় মৌখিক অভিযোগ করেছেন।
উপজেলা পাড়ার বাসিন্দা হাসেম আলী জানান, তার প্রথম স্ত্রীর পুত্র বখতিয়ার খালিদ অন্তু (২৩) শুক্রবার সকালে তার দ্বিতীয় স্ত্রী মাহমুদা খাতুন (৩৫) ও তার পুত্র মাহবুব খালিদ অপুকে (১৩) লাঠি দিয়ে এলোপাতাড়ি মারপিট করে। এছাড়া বুধবার সকালে অন্তু পিতা হাসেম আলীকে (৫২) পিটিয়ে মারাত্মক আহত করে। মাহমুদা খাতুনের মাথা, হাত, পা এবং অপুর মাথায় মারাত্মক জখম হয়েছেন। হাসেম আলী হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় শুক্রবার সকালে সৎ মা ও ভাইকে বেধড়ক মারপিট করে আহত করে। হাসপাতালে হাসেম আলী ও আহত মাহমুদা খাতুন জানান, অন্তু প্রায়ই টাকার জন্য তাদের মারপিট করে।