কেশবপুর (যশোর) প্রতিনিধি
কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি বাজারের চৌরাস্তা মোড়ে সামান্য তুচ্ছ ঘটনা নিয়ে নবী খাতুন নামের মানসিক প্রতিবন্ধীকে সন্ত্রাসী কায়দায় মারপিট করে হাত ভেঙে দেয়ার ঘটনায় অভিযুক্ত আলম শেখকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার দুপুরে সাগরদাঁড়ি বাজার থেকে তাকে গ্রেফতার করে।
গত ১৭ অক্টোবর সকালে সাগরদাঁড়ি বাজারে অমানবিক নির্যাতনের ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর চিংড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ জয় ব্যানার্জী তাকে আটক করেন।
থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মানসিক প্রতিবন্ধী বৃদ্ধা নবী খাতুন দীর্ঘদিন ২০ বছরে ধরে সাগরদাঁড়ি বাজারের আলম শেখের কাঠগোলার সামনে অবস্থান করে জীবনযাপন করে আসছে। ঘটনার দিন আলমের গোলার কাটা কাঠ এলোমেলো করে দেয়ার অপরাধে আলম সাইজ কাঠ দিয়ে পাগলিকে এলোপাতাড়িভাবে মারপিট করে তার বাম হাত ভেঙ্গে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানকার চিকিৎসক জানান বড় ধরনের অপারেশন লাগবে।
এমন নির্মম ঘটনায় স্থানীয় সাংবাদিকদের নিন্দা ও প্রতিবাদে মুখে থানা ওসির নির্দেশে অভিযুক্ত আলমকে গ্রেফতার করে চিংড়া ফাঁড়ি পুলিশ।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ মফিজুর রহমান বলেন, পাগলিকে মারপিটের অপরাধে মামলা হওয়ায় আলম শেখকে গ্রেফতার করা হয়েছে।
