আব্দুল্লাহ আল ফুয়াদ, কেশবপুর (যশোর) প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবসে কেশবপুর শহরের অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। পুরো শহরে মাত্র ৫০-৬০ টি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসে সারাদেশে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সব ভবনে জাতীয় পতাকা উত্তোলন বাধ্যতামূলক করে প্রজ্ঞাপন জারি করে সরকার।
খোঁজ নিয়ে দেখা গেছে, শহরের পুরাতন বাসস্ট্যান্ড, মধুসড়ক ও হাসপাতাল সড়কে পতাকা উত্তোলন করা হলেও উপজেলা সড়ক, থানার মোড়, থানার পুরাতন গেট, ডাকবাংলো রোডসহ অধিকাংশ রোডের ব্যবসা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি।
এ বিষয়ে কেশবপুর বাজার বণিক সোসাইটির সাধারণ সম্পাদক কামরুল বিশ্বাস বলেন, জাতীয় শিশু দিবস উপলক্ষে আমাদেরকে যে চিঠি দেয়া হয়েছে সেখানে জাতীয় পতাকা উত্তোলনের বিষয়টির সুস্পষ্ট নির্দেশনা না থাকার কারণে এমনটা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা এমএম আরাফাত হোসেন বলেন, জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবসে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলনে সরকারি নির্দেশনা দেয়া আছে।