নিজস্ব প্রতিবেদক
যশোরের কেশবপুর উপজেলায় যৌথ বাহিনীর পৃথক অভিযানে বিদেশি পিস্তল, গুলি, দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য ও বিভিন্ন অপরাধে ব্যবহৃত সরঞ্জামসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) ভোররাতে উপজেলার আলতাপোল ও ভোগতি গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—কেশবপুর উপজেলার ভোগতি গ্রামের আব্দুল আজিজের ছেলে আলমগীর (৪০), একই গ্রামের আব্দুল আজিজের ছেলে জাহাঙ্গীর হোসেন পলাশ (৩৭), মূলগ্রামের মফিজুর রহমানের ছেলে রাসেল (২২) এবং আলতাপোল গ্রামের নজির বিশ্বাসের ছেলে উজ্জল (৩৮)।
কেশবপুর থানা পুলিশ জানায়, অভিযানের সময় ভোগতি গ্রামের আলমগীর ও জাহাঙ্গীর হোসেন পলাশ, মূলগ্রামের রাসেল এবং আলতাপোল গ্রামের উজ্জলের বাড়িতে একযোগে তল্লাশি চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে একটি মার্কিন তৈরি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, একটি দা, রামদা, খুর, চায়নিজ কুড়াল, চাপাতিসহ ২০টির বেশি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
এ ছাড়া উদ্ধার করা হয় দুটি ইলেকট্রিক শক মেশিন, একটি টাকা গোনার মেশিন, চারটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, চারটি বাটন ফোন, খালি মদের বোতল, গাঁজা সেবনের সরঞ্জাম, ৩০ পিস ইয়াবা ও প্রায় ১ কেজি গাঁজা।
কেশবপুর থানার ডিউটি অফিসার জানান, উদ্ধার করা অস্ত্র ও মাদকদ্রব্য শুক্রবার সকালে কেশবপুর থানায় জমা দিয়েছে যৌথ বাহিনী। এ ঘটনায় সংশ্লিষ্ট আইন অনুযায়ী মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
