কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে মহেন্দ্রর সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ নিহতের ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, মঙ্গলবার রাতে দুই যুবক মোটরসাইকেলে কেশবপুরের কলাগাছি হতে চুকনগর যাওয়ার পথে রাত ১০টার দিকে একটি মহেন্দ্রর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় গুরুতর আহত মোটরসাইকেল আরোহী দুইজনকে পথচারীরা উদ্ধার করে দ্রুত কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাচ্ছিলেন। পথেই তাদের মৃত্যু হয়।
এলাকার চেয়ারম্যান মঞ্জুর রহমান জানান, নিহত এক যুবক পাঁজিয়া গ্রামের সাগর মন্ডল (২১), অপরজন মাদারডাঙ্গা গ্রামের রাজু আহমেদ (২৩)।
কেশবপুর থানার ডিউটি অফিসার অনিমা রাণী দুর্ঘটনায় মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
