কেশবপুর (যশোর) প্রতিনিধি
কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের বাবলু রহমান শেখের বিরুদ্ধে সরকারি গাছ কেটে বিক্রি করে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।
উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের বাবলু রহমান শেখ বাড়ির পাশের সরকারি রাস্তার উপর রোপণকৃত লক্ষাধিক টাকা মূল্যের ২ টা শিলকড়ই ও ২ টা মেহগনি গাছ শুক্রবার বিকেলে কেটে ফেলে। গাছ বিক্রির সময় বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী সাগরদাঁড়ি ভূমি অফিস ও চিংড়া পুলিশ ক্যাম্পে অভিযোগ করলে ভূমি অফিসের নায়েব আব্দুর রাজ্জাক ঘটনাস্থলে গিয়ে গাছ কাটা বন্ধ করে দেন। খবর পেয়ে চিংড়া পুলিশ ফাড়ির ইনচার্জ জাকির হোসেন ঘটনাস্থলে পৌছান। এলাকাবাসী জানান, তিনটি গাছ বিক্রি করে দিয়েছে একটি মেহগনি গাছ এখনো কেটে ফেলে রাখা রয়েছে।
এ বিষয়ে বাবলু রহমান বলেন, ওই গাছ গুলি আমি রোপণ করেছি। রাস্তাও আমাদের জমির উপর দিয়ে করা হয়েছে। রাস্তা বড় হওয়ায় গাছগুলি রাস্তার মধ্যে পড়তে পারে। আমি রোপণ করেছি যে কারনে কেটে বিক্রি করছিলাম। নায়েব নিষেধ করায় গাছ কাটা বন্ধ আছে।
স্থানীয় ভূমি অফিসের নায়েব আব্দুর রাজ্জাক বলেন, সরকারি গাছ কেটে নেয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাছ কাটা বন্ধ করা হয়েছে। গাছটি বাবলু রহমান নিজের দাবি করায় রাস্তার জমি মাপ না দেয়া পর্যন্ত গাছ মারতে নিষেধ করা হয়েছে।
চিংড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জাকির হোসেন বলেন, খবর পেয়ে গাছ কাটা বন্ধ করা হয়েছে।