কেশবপুর পৌর প্রতিনিধি
পূর্ব বিরোধের জের ধরে কেশবপুরে এক গ্রাম্য ডাক্তার ও তার স্ত্রীর উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে কেশবপুর থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী।
গ্রামের যাতায়াতের রাস্তা নিয়ে উপজেলার কালিচরণপুর গ্রামের গ্রাম্য ডাক্তার প্রমেশ মন্ডলের সাথে প্রতিবেশী রাম প্রসাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জের ধরে রাম প্রসাদ গং প্রায়ই ওই ডাক্তার ও তার পরিবারকে মামলা দিয়ে হয়রানি, ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল। যার জের ধরে গত শুক্রবার সন্ধ্যায় রাম প্রসাদ তার স্ত্রী বিথিকা মল্লিক, পংকজ মল্লিক, প্রকাশ মল্লিকসহ ভাড়াটিয়া সন্ত্রাসীরা হাতে লাঠি সোটা নিয়ে প্রমেশ মন্ডলের বাড়ির সামনে এসে ডাক্তারকে উদ্দেশ্য গালিগালাজ করতে থাকে। এ সময় ডাক্তার ও তার স্ত্রী সাধনা প্রতিবাদ করলে তারা ডাক্তারকে সন্ত্রাসী কায়দায় মারপিট ও তার স্ত্রীর পরিহিত শাড়ি-কাপড় টেনে হেচড়ে শ্লীলতাহানি করে। এবং সাধনা অধিকারীর গলায় থাকা ১২ আনা ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়। ওই ঘটনায় পল্লী চিকিৎসক প্রমেশ মন্ডল বাদী হয়ে উল্লেখিত চার জনসহ অজ্ঞাত আরো ৪/৫ জনের নামে থানায় লিখিত অভিযোগ করেন।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মফিজুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।