কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। গত ৪৮ ঘণ্টায় নারী ও শিশুসহ ৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হয়েছেন। এই নিয়ে উপজেলায় মোট আক্রান্ত হয়েছেন ৩৫ জন। এদের মধ্যে ৩০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
গত ৮ নভেম্বর উপজেলার শ্রীরামপুর গ্রামের ছালমা বেগম (৩৫), পাঁজিয়া গ্রামের ঝিলি বিশ^াস (৩২), ঝিকরা গ্রামের সহিবা রানী (৩৫) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কেশবপুর হাসপাতালে ভর্তি হন। এছাড়া গত ৭ নভেম্বর কড়িয়াখালী গ্রামের সাকিবুল ইসলাম (১১) এবং গত ৫ নভেম্বর আলতাপোল গ্রামের রেবেকা বেগম (৪০) ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন।
ডেঙ্গু আক্রান্ত গৃহবধূ ছালমা বলেন, ৮ নভেম্বর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আমি কেশবপুর হাসপাতালে ভর্তি হয়েছি। চিকিৎসা সেবা ভালভাবে চললেও কিছুক্ষণ পরপর কাঁপুনি দিয়ে প্রচন্ড জ¦র আসছে। মাঝে মধ্যে রক্ত পায়খানা হচ্ছে। শরীরের জ¦ালা যন্ত্রণা ব্যাপক।
জরুরি বিভাগের চিকিৎসক এমএসকে ডালিম বলেন, গত ৪৮ ঘণ্টায় ৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। সকলে সুস্থ আছেন।
কেশবপুর স্বাস্থ্য কেন্দ্রের টি এইচ এ আলমগীর হোসেন বলেন, এই পর্যন্ত নারী, পুরুষ ও শিশুসহ ৩৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৩০জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। বাকিদের চিকিৎসা চলছে।