কেশবপুর (যশোর) প্রতিনিধি
কেশবপুরে আব্দুল হামিদ নামে এক ঘের ব্যবসায়ীর বিরুদ্ধে ১৪৪ ধারা ভঙ্গ করে মৎস্য ঘের দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৪ জুন) নরেন্দ্রপুর ভবানীপুর বিলে এ ঘটনা ঘটে।
মামলা সূত্রে জানা গেছে, হাবাসপোল গ্রামের মৃত মানিক সরদারের ছেলে রফিকুল ইসলাম নরেন্দ্রপুর মৌজায় ভবানীপুর বিলে প্রায় ৫০ বিঘা জমির একটি মৎস্য ঘের (যার সাদা জমি ১৫ হাজার ও খাঁল ভেড়ি ৩২ হাজার টাকা) হারি চুক্তিতে ২০২৪ সাল থেকে ৫ বছরের জন্য সিংহভাগ জমির মালিকগনের নিকট থেকে লিজ গ্রহণ করেন। একই ঘেরটি মধ্যকুল গ্রামের মৃত হোসেন আলী গাজীর ছেলে আব্দুল হামিদ অল্প সংখ্যক জমির মালিকদের স্বাক্ষরিত পাল্টা একটি ডিট তৈরি করে মে মাসের ১১ তারিখে ঘেরটি জবর দখলে নিতে ঘেরের বেড়িবাঁধ তৈরির চেষ্টা করে। এ সময় জবর-দখলে বাধা দিলে তারা ঘের মালিক রফিকুল ইসলামসহ তার লোকজনকে খুন জখমের হুমকি দেয়। এ ঘটনায় ঘের মালিক বাদি আব্দুল হামিদকে বিবাদী করে আদালতে মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে কেশবপুর থানা পুলিশ বিশৃংখলা এড়াতে বাদি-বিবাদিকে ডেকে ওই ঘেরে ১৪৪ ধারা জারি করে।
১৪৪ ধারা ভঙ্গ করে মঙ্গলবার আব্দুল হামিদ ফের ঘেরটি জোর করে দখলে নিতে স্কেভেটর ও বহিরাগতদের নিয়ে বেড়িবাঁধ তৈরির কাজ শুরু করেন।