আব্দুল্লাহ আল ফুয়াদ, কেশবপুর
কেশবপুরে তিন আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যানদের বহিস্কারাদেশ প্রত্যাহার হওয়ায় এলাকায় দলীয় সাংগঠনিক শক্তি বৃদ্ধি পেয়েছে। গত স্থানীয় সরকার (ইউপি) নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতার অভিযাগে উপজলা আওয়ামী লীগের তিন নেতার বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। গত ১৪ মার্চ বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানানো হয়েছে। ভবিষ্যতে সংগঠনের স্বার্থ পরিপন্থী কার্যক্রম ও সংগঠনিক শৃংখলা ভঙ্গ না করার শর্তে তাদের বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী মুস্তাফিজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সদস্য এসএম আনিচুর রহমান ও বিদ্যানন্দকাটি ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক আমজাদ হোসেন গত ইউপি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করে জয়লাভ করেন।
এদিকে তারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করার অভিযোগে তাদেরকে দল থেকে বহিস্কার করা হয়। কিন্তু তাদেরকে দল থেকে বহিস্কার করার কারণে ইউনিয়নের সাধারণ নেতাকর্মীরা সাংগঠনিক কার্যক্রমে একেবারে নিষ্ক্রিয় হয়ে পড়ে। যার কারণে ইউনিয়নে দলীয় সাংগঠনিক অবস্থা দুর্বল হয়ে যায়। তাদের বহিস্কারাদেশ প্রত্যাহার করায় তাদের সমর্থিত সংগঠনের নেতা-কর্মীদের মাঝে উৎসাহের সৃষ্টি হয়েছে এবং সাংগঠনিক অবস্থা অনেক শক্তিশালী হয়েছে।