কেশবপুর (যশোর) প্রতিনিধি: ১০ মাস ১০ দিন পর কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফার সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। ২০২১ সালের ২৩ এপ্রিল তাকে সাময়িক বহিষ্কার করা হয়।
কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশে কেশবপুর উপজেলা আওয়ামী লীগ সন্ধ্যায় (১৭ ফেব্রুয়ারি দলীয় কার্যালয়ে নির্বাহী কমিটির এক সভায় সাময়িক ওই বহিস্কারাদেশ প্রত্যাহার করে স্বপদে বহাল করা হয়েছে। এ সময় কেশবপুরের সংসদ সদস্য শাহীন চাকলাদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, সহ সভাপতি এইচ এম আমির হোসেন, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, পৌরসভার মেয়র রফিকুল ইসলাম মোড়লসহ নির্বাহী কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।