কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
ড্রাগন ক্ষেতে কাজ করতে গিয়ে শাহাদৎ হোসেন (৫৫) নামে এক চাষি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হয়েছেন। নিহত শাহাদৎ হোসেন কোটচাঁদপুর উপজেলার তালসার গ্রামের মৃত আমির হোসেনের ছেলে। এ সময় ইখতার হোসেন (৩৫) নামে এক দিনমজুর বিদ্যুৎস্পৃষ্ট হন। আহত ইকতার হোসেনকে কোটচাঁদপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয়
সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর ৬ টার দিকে চাষী শাহাদৎ হোসেন দিনমজুর ইকতার হোসেনকে সাথে নিয়ে তালসার গ্রামের কুঠির মাঠে নিজ ড্রাগন ক্ষেত্রে যান। ক্ষেতের পরিচর্যার জন্য কাজ শুরু করলে পার্শ্ববর্তী ড্রাগন ক্ষেত্রের মালিক আজিজুর রহমানের ড্রাগন ক্ষেতের কাটাতারে বিদ্যুৎ সংযোগ থাকায় ইখতার হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনার আকস্মিকতায় ইখতার হোসেনকে বাঁচাতে গিয়ে শাহাদৎ হোসেন ঘটনাস্থলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেন। স্থানীয়দের অভিযোগ চোর ঠেকাতে প্রতিরাতে ড্রাগন চাষী আজিজুর রহমান তার ক্ষেতে কাটা তারে বিদ্যুৎ সংযোগ করে রাখতেন। এ সময় ঘটনাস্থলে একটি হালের বলদও মারা যায়। ঘটনার পর থেকে ড্রাগন চাষি আজিজুর রহমান পলাতক রয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কবির হোসেন মাতব্বর বলেন, এ ঘটনায় হত্যা মামলা গ্রহণের প্রস্তুতি চলছে।