নিজস্ব প্রতিবেদক
যশোরে বাকিতে কোটি টাকার মটর পার্টস নিয়ে টাকা পরিশোধে গড়িমসি করায় রাকিব উদ্দিন খান নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। শহরের পশ্চিম বারান্দীপাড়া অম্বিকা বসু লেনের মুহাম্মাদুল্লাহ অটোর সত্ত্বাধিকারী আতিয়ার রহমানের ছেলে মুহাম্মাদুল্লাহ সোমবার কোতোয়ালি থানায় এই মামলাটি করেছেন।
রাকিব উদ্দিন খান শহরের পূর্ব বারান্দীপাড়ার রাদিয়াহ অটো নামক ব্যবসা প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী এবং একই এলাকার আজহার উদ্দিন খানের ছেলে।
মামলায় তিনি উল্লেখ করেছেন, শহরের আরএন রোডে মুহাম্মদুল্লাহ অটো নামে তার একটি মটর পার্টসের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। ওই দোকান থেকে পাইকারি মূল্যে বাকিতে মটর পার্টস ক্রয় করতেন রাকিব উদ্দিন খান। ২০২১ সালের নভেম্বর থেকে ২০২৩ সালের জুন মাস পর্যন্ত বিভিন্ন সময় বাকিতে ৯০ লাখ টাকার মটর পার্টস ক্রয় করেন রাকিব। কিন্তু টাকা পরিশোধে আজ না কাল বলে তালবাহানা করতে থাকে। চলতি বছরের ২৪ আগস্ট পাওনা টাকার বিপরীতে একটি ব্যাংক চেক ও স্ট্যাম্পে অঙ্গীকারনামা তৈরি করেন দেন রাকিব উদ্দিন। ফলে পাওনা টাকার জন্য রাকিবের দেয়া ব্যাংক চেক ২৪ সেপ্টেম্বর সংশ্লিষ্ট ব্যাংকে জমা দিলে পর্যাপ্ত পরিমাণে টাকা নেই বলে তা ডিজঅনার করে দেয় কর্তৃপক্ষ। ফলে এই টাকা পরিশোধ না করে প্রতারণার আশ্রয় নিয়েছেন আসামি রাকিব উদ্দিন।