বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জে ৫ শতাধিক মানুষকে প্রলোভনে জড়িয়ে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়ে গা ঢাকা দিয়েছেন এবাদুল ওরফে সাজ্জাদ শেখ নামে এক কথিত প্রকল্প পরিচালক। সাজ্জাদ ও তার সহযোগীদের গ্রেফতার ও বিচারের দাবিতে শনিবার বেলা ৩ টার দিকে চরহোগলাবুনিয়া গ্রামে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ভূক্তভোগীরা।
রেজিস্ট্রেশনবিহীন ওই এনজিওটির নাম ‘চর হোগলাবুনিয়া শেখ ফজলুর রহমান ফাউন্ডেশন ‘সৌদিয়া বহুমুখী প্রকল্প’। পার্শ্ববর্তী ইন্দুরকানি উপজেলার ফজলুর রহমান শেখের ছেলে সাজ্জাদ ওই এনজিওটির পরিচালক পরিচয় দিয়ে দু’বছর পূর্বে মোরেলগঞ্জের চর হোগলাবুনিয়া গ্রামে কিছু জমি কিনে স্থায়ী বাসিন্দা হন।
এর পরে তিনি সেখানে বিভিন্ন লোকের জমি লিজ নিয়ে এ প্রকল্পের কার্যক্রম শুরু করেন প্রকল্পের আওতায় একটি ক্লিনিক, ১ম শ্রেণি থেকে ৮ম শ্রেণি পর্যন্ত ছাত্র ও ছাত্রীদের জন্য পৃথক দুটি মাদরাসা, প্রতিবন্ধী বিদ্যালয়, হেফজখানা, গরু-ছাগলে খামার, হাঁস-মুরগীর খামার, মৎস্য চাষ ও ধান চালের প্রকল্প প্রতিষ্ঠিত করেন। এসব প্রতিষ্ঠানে চাকরি দিয়ে শতাধিক নারী পুরুষের নিকট থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এ ছাড়াও মসজিদ, গৃহ নির্মাণ, লোন দেওয়া ও বিদেশে পাঠানো, প্রতিষ্ঠানগুলোর চুক্তিভিত্তিক জমির ভাড়া না দিয়ে কোটি টাকার বেশি হাতিয়ে নিয়েছেন স্থানীয়দের নিকট থেকে। রাস্তা নির্মাণের জন্য একটি ভাটা থেকে কয়েক লাখ টাকার ইট, বালু বাকিতে নিয়েছেন।
এলাকাবাসির কাছে আস্থাভাজন হবার লক্ষে এই ‘সাজ্জাদ শেখ’ ওই গ্রামের একটি বেহাল সড়কে উন্নয়নমূলক কাজের উদ্বোধনে রেখেছেন ইউনিয়ন চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতাকর্মীদেরকেও। বিভিন্ন সময়ের অনুষ্ঠানে ব্যবহৃত ব্যানারগুলোতে ইউনিয়ন চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা, স্থানীয় এমপি ও শেখ পরিবারের লোকদের ছবি ব্যবহার করা হয়েছে।
সুচতুর এই প্রতারক সাজ্জাদ এসব প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে মুহা.বাহ্া আল-দিন(সৌদি নাগরিক) বলে প্রচার করেছেন। নিজেকে দেখিয়েছেন প্রকল্প পরিচালক হিসেবে। প্রকল্পগুলোর আওতায় ৬টি পরিবারকে পাকা ঘর নির্মান করে দিয়েছেন। প্রতারক সাজ্জাদের এসব স্থাপনা দেখে স্থানীয়রা চাকুরি, বিদেশ যাওয়া, লোন পাওয়া ও চাকুরির আশায় গত দুই বছরে মোরেলগঞ্জের হোগলাবুনিয়া ও পার্শ্ববতী ইন্দুরকানি উপজেলার ৮ গ্রামের ৫শ’ টি পরিবারের প্রতিনিধিরা ৩০ হাজার থেকে ৪ লাখ টাকা পর্যন্ত সাজ্জাদ ও তার প্রতিনিধিদের হাতে দিয়েছেন। সম্প্রতি তার প্রতিষ্ঠানে চাকুরি পাওয়া লোকজন বেতনের জন্য চাপ দিলে সে দুই মাস ধরে গা ঢাকা দিয়েছে।
ভূক্তভোগীরা প্রতারক সাজ্জাদ ও তার সহযোগীদের গ্রেফতার ও বিচারের দাবিতে শনিবার মানববন্ধন ও বিক্ষোভ সভা থেকে শিক্ষক মাওলানা মো. জাকারিয়া, ফাতেমা বেগম, জয়নাল অবেদিন শেখ, শিক্ষক আব্দুল বারি, আলমঙ্গীর শেখ, ফোরকান শিকদারসহ শত শত ভূক্তভোগী নারি পুরুষেরা বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ওসি, ইউনিয়ন চেয়ারম্যান ও মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ করেছি। অনতি বিলম্বে প্রতারক সাজ্জাদ শেখকে গ্রেফতার ও বিচারের দাবি জানান তারা।
এ বিষয়ে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আকরামুজ্জামান বলেন, সৌদিয়া প্রকল্পের পরিচালকের বিরুদ্ধে ১৯ জন ভূক্তভোগী তার দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্তকে এলাকায় না পাওয়ার কারনে কোন সুরহা করা যায়নি।
থানা অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমান বলেন, চরহোগলাবুনিয়া গ্রামের লোকজনের কাছ থেকে ঘর দেওয়ার কথা বলে টাকা নেওয়ার বিষয়ে ঘটনাস্থলে গিয়ে ভূক্তভোগীদের কথা শুনেছেন। তদন্ত করে দেখা হচ্ছে।
এ সর্ম্পকে মো. এবাদুল ওরফে সাজ্জাদ শেখ বলেন, আমি পরিস্থিতি শিকার হয়ে এলাকা থেকে চলে আসছি। কাউকে চাকুরি দেওয়ার কথা বলে টাকা নেইনি। একটি চক্র আমার নাম করে টাকা নিয়েছে। কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান আমার কাছে টাকা পাবে মাত্র। উন্নয়নমূলক কাজ করতে গিয়ে আমি দেনা হয়ে গেছি।
সর্বশেষ
- স্কুলে মোবাইল নিষিদ্ধ করার কী ফল পেল নিউজিল্যান্ড
- আওয়ামী লীগের ঝটিকা মিছিল নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থার সিদ্ধান্ত
- বেনাপোলে সীমান্তে ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে দিল জনতা
- অবকাঠামো নির্মাণে জমি বরাদ্দ ও দ্রুত সেবা কার্যক্রম চালুর দাবি
- ২৪ ঘণ্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেপ্তার ও গণঅধিকারকে নিষিদ্ধ করতে হবে: শামীম পাটোয়ারী
- মানবতাবিরোধী অপরাধে অভিযোগপত্র দাখিল হলেই নির্বাচন, চাকরিতে অযোগ্য
- অবসরপ্রাপ্ত শিক্ষক এখন লেবু বিক্রেতা
- কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ড্রাগন চাষির মৃত্যু, আহত এক