নিজস্ব প্রতিবেদক: যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আক্তারুজ্জামান বলেছেন, কোভিড-১৯ থেকে পুরোপুরি মুক্ত থাকার জন্য আমাদের ভ্যাকসিনের চতুর্থ ডোজ নেয়া লাগতে পারে, যদিও এ ঘোষণা আসেনি। তিনি মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরে প্রেসক্লাব যশোর মিলনায়তনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক) আয়োজিত কোভিড-১৯ টিকা প্রদানে সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় শীর্ষক অধিপরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, দুর্নীতি অনেক জায়গায় ঢুকে পড়েছে। এর বিরুদ্ধে সবাইকে দাঁড়াতে হবে। প্রধানমন্ত্রী একা চেষ্টা করলে হবে না। সবাইকে ভালো হতে হবে। তিনি বলেন, ভিন্ন ধর্মাবলম্বীরা মিথ্যা বলে না। তারা মানুষকে ঠকায় না। ভালো হতে হলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। আমরা সরকারি হাসপাতালকে দুর্নীতিমুক্ত করার চেষ্টা করছি।
হাসপাতাল তত্ত্বাবধায়ক ডা. মো. আক্তারুজ্জামান বলেন, অনেকে গুজবে টিকা নেননি। এখন সবাই টিকা নেয়ার ব্যাপারে আগ্রহী। যারা টিকার বাইরে রয়েছেন, তাদের টিকা গ্রহণে যার যার অবস্থান থেকে ভূমিকা পালনের জন্য আহ্বান জানান তিনি। সোশ্যাল মিডিয়ার প্রপাকান্ডায় কান না দেয়ার জন্য তিনি আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক বলেন, যশোরে ৭২ শতাংশের বেশি মানুষ প্রথম ডোজের ভ্যাকসিন নিয়েছেন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৬০ শতাংশ। গণটিকা সম্পন্ন হলে এটাও ৭০ শতাংশ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বলেন, টিকা দানের মধ্য দিয়ে আমরা হার্ড ইমিউনিটির দিকে এগিয়ে যাচ্ছে।
জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বুলু বলেন, টিকাদান কার্যক্রম সফল করার জন্য সামাজিক-সাংস্কৃতিক সংগঠন অনন্য ভূমিকা পালন করেছে। আগামী দিনেও যেকোনো মানবিক বিপর্যয়ে সাধারণ মানুষ এগিয়ে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সচেতন নাগরিক কমিটি (সনাক) জেলা সভাপতি অধ্যক্ষ শাহিন ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সালেহা বেগম, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমান, বাসদ নেতা হাসিনুর রহমান, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, সাবেক সভাপতি সাজেদ রহমান, সম্পাদক এইচ আর তুহিন, সাংবাদিক মনিরুল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি হারুন অর রশিদ প্রমুখ মুক্ত আলোচনায় অংশ নেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাব যশোরের সম্পাদক এসএস তৌহিদুর রহমান।