কল্যাণ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের স্যাক্রামেন্টোতে বন্দুকধারীরা এলোপাথারি গুলি চালিয়েছে। এতে ৬ জন নিহত ও ৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ। রোববার সিএনএনের এক প্রতিবেদনে এ খবর জানা গেছে।
স্যাক্রামেন্টোর পুলিশ এক টুইট বার্তায় জানায়, নির্বিচারে গুলির ঘটনায় মোট ১৫ জন আহত হয়েছেন। তবে তাদের মধ্যে ছয়জন নিহত হয়েছেন।
স্যাক্রামেন্টো পুলিশের মুখপাত্র সার্জেন্ট জ্যাক ইটন বলেন, শহরের ১০ম ও জে রোডে এ হামলার ঘটনা ঘটে।
এদিকে ক্যালিফোর্নিয়ার এ শহরটির পুলিশ বিভাগ জানায়, এর মধ্যে কয়েকটি রোড বন্ধ করে দেওয়া হয়েছে। তাছাড়া যারা আহত হয়েছেন তাদের অবস্থাও জানা যায়নি।