নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ পরিষদের সদস্য বোরহান শফী আর নেই। বৃহস্পতিবার এগারটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। একই দিন বিকালে বাংলাদেশ আম্পায়ার এন্ড স্কোরার্স অ্যাসোসিয়েশন যশোর জেলা শাখার সদস্য আশিকুর রহমানের মা নুরুন্নাহার মারা গেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না লিল্লাহে রাজিউন।
বোরহান শফী ব্রেন স্টোকে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। তার বয়স হয়েছিল ৪০ বছর। তিনি স্ত্রী এক পুত্রসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।
অপরদিকে, বাংলাদেশ আম্পায়ার এন্ড স্কোরার অ্যাসোসিয়েশন যশোর জেলা শাখার সদস্য আশিকুর রহমানের মা নুরুন্নাহার দীর্ঘদিন নানা রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে সাতক্ষীরার কলারোয়ার ইলিশপুর গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তার বয়স ছিল ৬৫ বছর। তিনি দুই পুত্র, চার কন্যা, নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
দুইজনের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব কবির, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকউজ্জামান, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজামান মিঠু, বাংলাদেশ আম্পায়ার এন্ড স্কোরার্স অ্যাসোসিয়েশন যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদক আসাদুল্লাহ খান বিপ্লব, সাবেক সভাপতি খায়েরুজ্জামান বাবু, সাবেক সাধারণ সম্পাদক রাশেদ পারভেজ ফুল, জেলা ফুটবল রেফারি সমিতির সাধারণ সম্পাদক নিবাস হালদার, সোনালী অতীত ক্লাবের সভাপতি এ বি এম আখতারুজ্জামান, ক্লেমন আছিয়া ক্রিকেট একাডেমির প্রধান প্রশিক্ষক এহসানুল হক সুমন প্রমুখ।