নিজস্ব প্রতিবেদক
যশোর ফুটবল অঙ্গনের পরিচিত মুখ কাজী জামাল। খেলোয়াড়ী জীবন শেষ করে কখনো কোচ, কখনো সংগঠক হিসেবে যুক্ত ছিলেন ফুটবলের সাথে।‘ ফুটবল অঙ্গনে বড় জামাল হিসেবে পরিচিত সাবেক এ খেলোয়াড়ের সাথে যুক্ত হচ্ছে ব্যবসায়ী পরিচয়। দড়াটানার স্পোর্টস গলিতে নিজ নামে চালু করেছেন ক্রীড়া সামগ্রী বিক্রির প্রতিষ্ঠান। বুধবার আনুষ্ঠানিকভাবে চালু হলো ‘জামাল স্পোর্টস ওয়ার্ল্ড’ নামের প্রতিষ্ঠানটি।
এ উপলক্ষে এদিন সন্ধ্যায় ওশান স্পোর্টস মার্কেটে অবস্থিত প্রতিষ্ঠানে সাবেক-বর্তমান ফুটবলারদের মিলনমেলায় পরিণত হয়। সর্বশেষ দোয়া মাহফিলের মাধ্যমে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
কাজী জামাল বলেন, ছাত্র জীবন থেকে ফুটবলের সাথে যুক্ত ছিলাম। দীর্ঘ খেলোয়াড় জীবন শেষ করে কোচ ও সংগঠক হিসেবে ক্রীড়াঙ্গনের যুক্ত আছি। ক্রীড়াঙ্গনের এ যাত্রার পথকে আর সুদীর্ঘ করার জন্য আমার নতুন এ যাত্রা শুরু। আমার এ প্রতিষ্ঠানে দেশি-বিদেশি মানসম্মত ক্রীড়া সামগ্রী পাওয়া যাবে।
তিনি আরও বলেন, শুধু উন্নত মানই নিশ্চিত করা হবে না। সেই সাথে সব ধরণের পণ্যই বিক্রি করা হয়ে ন্যায্য মূল্য। এছাড়া পেশাদার ও তরুণ মেধাবী খেলোয়াড়দের জন্য বিশেষ ছাড়ের ব্যববস্থা থাকবে।