কয়রা (খুলনা) প্রতিনিধি: কয়রায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজিত সপ্তাহব্যাপী মুক্তির উৎসব ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী মেলা বৃহস্পতিবার রাতে শেষ হয়েছে। সমাপনী অনুষ্ঠানে মেলায় অংশ নেয়া বিভিন্ন প্রতিষ্ঠানের ৪১ টি স্টলের ১ম, ২য়, ও ৩য় স্থান অধিকারী স্টলকে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস।
মেলায় প্রথম স্থান অর্জন করে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, দ্বিতীয় উপজেলা স্বাস্থ্য বিভাগ ও তৃতীয় হয় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। এছাড়াও অংশগ্রহণকারী সকল স্টলকে সান্তনা পুরস্কার বিতরণ রা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার কাজী মোস্তাইন বিল্লাহ, যুব উন্নয়ন অফিসার হরষিত রায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত, লেডিস ক্লাবের সভাপতি বিপাসা বিশ্বাস, সুন্দরবন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল আলম, বৈজ্ঞানিক সহকারী জাহিদ হাসানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারি, শিক্ষক শিক্ষার্থী, সাংবাদিক ও নানা শ্রেণী পেশার মানুষ।